Posts

Showing posts from April, 2016

সাউন্ড সিষ্টেম ও মাইক সার্ভিস ব্যবসা

Image
আমাদের দেশে বিভিন্ন সময়ে নানান রকমের অনুষ্ঠান হয় যেমন ঈদ, কুরবানি, ঈদুল ফিতর, মাহফিল, স্কুলের নানান অনুষ্ঠান, পূজা, নির্বাচনী প্রচারনা সহ বিভিন্ন খরনের অনূষ্ঠান হয়। তাছাড়া বিবাহ, খাতনা, বন ভোজন, মেলা ইত্যাদি। সকল প্রকার অনুষ্ঠানেই সাউন্ড সিষ্টেম ব্যবহার করা হয়। সমস্যা কি যদি এ অনুষ্ঠানের দায়িত্বে আপনি থাকেন। তার উপরে যদি থাকে গান শোনার ব্যক্তিগত শখ তো কথাই নেই। একবার পুজি কাটালে আর দরকার নেই। ভাড়া দিবেন আর টাকা তোলবেন ব্যাস। প্রথমিক দিকে কম পুজি থাকলে এক পেয়ার বক্স ও একটি মাইকের মেশিন সাথে ৩-৪টি ইউনিট দিয়ে শুরু করতে পারেন বা শুধু এক পেয়ার বক্স দিয়েও শুরু করতে পারে। তারপর আস্তে ধিরে ব্যবসা প্রসস্ত করলেন। পরিচিতিও বাড়লো, ব্যবসাও চাঙ্গা হলো। যদি একটু বেশি পুজি খাটাতে পারে তবে এক সাথে মাইক ও বক্স কিনতে পারেন। সাউন্ড বক্স তৈরি:- বাজারে বিভিন্ন ধরনের চায়না বক্স প্রাওয়া যায় যা ১৫০০০/--৪০০০০/- দামে বিক্রি করে থাকে এগুলো মোটামুটি কাজ চলে তবে নেজে তৈরি করা সাউন্ড বক্সের মান সব সমই ভালো। ৪৫০০০/-- ৭০০০০/- টাকার মধ্যে বক্স তৈরী করতে পারেন। ইচ্ছে মতো সার্ভিস করতে পারবেন। ঝুকির পরিমাণ

উদ্দোক্তা হবার জন্য আপনি কোন কাজটি বাছাই করবেন?

আপনাকে শুভেচ্ছা, পূণঃ আমাদের পোষ্ট পড়ার জন্য। গত পর্বে আমরা আপনাদের বলেছি আত্ম নির্ভরশীল কি, কোন কাজটি আপনার জন্য নির্বাচন কারা উচিৎ হবে। কোন কাজটি আপনি সুন্দর ভাবে সম্পন্ন করে স্বার্থক কর্মজিবি হতে পারবেন। এখানে আপনাকে বলেছি কিছু কাজের ধরণ যেটা আপনার মনের সাথে বা আপনার অভিজ্ঞতার সাথে মিলে যেতে পারি। নিশ্চই আপনি পূর্বের পোষ্টটি পরে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা করে ফেলেছেন। আপনার আথিক অবস্থা, যাতায়াত ব্যবস্থা, লোক বাল, চাহিদার ধরন ইত্যাদি। বিভিন্ন কাজ থেকে আপনাকে সঠিক কাজটি বাছাই করে নিন। আপনি ব্যবসা করতে পারেন বা কৃষি বা ফার্ম ব্যবস্থাপনা করে আত্ম নির্ভরশীল হতে পারেন। মনে একটি কথা সর্ব সময় গেথেঁ রাখবেন লোকর কথা, লোকে বিভিন্ন ভাবে উক্তি বা কোটুক্তি করবে তা ভেবে থেমে গেলে চরবেনা। কেউতো আপনার বেকার জীবনকে কর্ম জীবনে রূপ দিয়ে দিবেনা। কেউ আপনাকে আর্থিক ভাবে সাহায্য করছেনা কিন্তু আপনি একটা কাজ করলে পাড়ার লোকজন আপনাকে প্রথমে নিন্দা করবে এটাই স্বাভাবিক। কথায় চিড়া ভিজেনা এত দিনে হয়তো তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কথায় বলে টাকাই কি সবকিছু, আমি বলি হ্যা, টাকাই সব কিছু। আপনার কাছে কেউ

আত্ম নির্ভরশীল হওয়া ব্যপারটা আসলে কি????

আত্ম নির্বরশীল হওয়া মানে নিজ ক্ষমতায় কিছু করা বা নিজে থেকে কোন কাজের উদ্দোগ নিয়ে কাজটি চালিয়ে যাওয়া। আমাদের দেশে বর্তমানে বেকারত্ব সব থেকে বড় সমস্যা এ সমস্যা প্রতিদিন বেড়ে চলছে। একটি চাকুরির খবর হলে কয়েক হাজার লোক আবেদন করে। তারপর তো ঘুস নামের জাতাকলতো আছেই। ১০০০০ টাকার চাকুরির জন্য ৩৫০০০০-৫০০০০০ টাকা দিয়েও কোন প্রকার নিশ্চয়তা পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন ধরনের লোভি মানুষ চাকুরি নামের একটি ফাদ পেতে হাজার মানুষের সর্বস্য লুট করছে। মানুষ সব হারিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যারা ছোট বা মধ্যম পরিবারের মানুষ তাদের জন্য সমস্যাটা ব্যপক ভয়াবহ। আমরা পারছিনা অন্যের কাজ করতে , চাকুরি তো পাচ্ছিনা কি করবো??? মাথায় হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। কেমন হয় যদি আমরা আমাদের সামান্য পুজি খাটিয়ে বা বলতে পারেন আমর যা আছে তাই দিয়ে নিজে থেকে কিছু করলে বা করে নিজের খরচ সহ জীবন পরিচালনার জন্য অর্থ নামের বস্তুটার যোগানি দিতে পারলে? আমি পেশায় একজন ব্যবসায়ি, চাকুরির জন্য বিভিন্ন চেষ্টা করে ব্যর্থ হয়েছি। যত টাকা চাকুরির পিছনে ইনভেষ্ট করতে হবে তা আমার নেই। তাই ব্যবসা শুরু করি এখন ব্যবসার সাথে বিভিন্ন ধরনের কা