Posts
Showing posts from 2016
কবুতর পালন ব্যবসা
- Get link
- X
- Other Apps
আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পূর্বের পোষ্টে আমরা মাইক সার্ভিস ও সাউন্ড সিষ্টেম ব্যবসা সম্পর্কে আলাপ করেছি। এখন আমরা ব্যতিক্রমী একটা ব্যবসা সম্পর্কে আলাপ করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের বিষয় কবুতর পারন। আমরা প্রায়ই শখেরবসে কবুতর পালন করে থাকি। যুগে যুগে রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই শখ করে কবুতর পালন করে আসেছেন। অনেকে পেশা হিসেবে নিয়েছেন কবুতরের চাষ বা কবুতরে খামার। অল্প পুজিতে যে কোন মানুষ এ খামার করতে পারেন। কবুতরের খামার করতে তেমন কোন যায়গা প্রয়োজন হয়না। বাড়িতে ঘরের সাথে ঘর তৈরী করে সেখানে কবুতর পোষা যায়। গ্রামে সাধারণত এবাবেই যুগে যুগে মানুষ কবুতরের চাষ করে আসছে। তবে আমি আপনাদেরকে এ ভাবে কামার করার পরামর্শ দেবোনা। যদি ব্যবসায়িক ভাবে কবুতর কামার করতে চান তবে একটি কাঠের ঘর তুলবেন চারদিকে স্টিল জাল দিয়ে বেড়া দিবেন একটি মাত্র দরজা রাখবেন। দরজায় তোলার ব্যবস্থা করবেন। আমাদের অনেকেরই জানা আছে সকলের ঘরে কবুতর থাকেনা উড়ে যায়। তাই ঘর বন্ধি করে চাষ করলে এ ভয়টা আর থাকবেনা। ঘরের ভেতরে কবুতর থাকার জন্য বাসা তৈরি করে দিন। যদিও কবুতর ডিম প...
মাইক সার্ভিস ব্যবসা
- Get link
- X
- Other Apps

পাঠক, আসসালামু আলাইকুম, ওয়ারহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। পূর্বের পোষ্ট এ সাউন্ড বক্স সম্পর্কে লিখে ছিলাম। আশা করি সামান্ন হলেও বুঝতে পেরেছেন। এ ব্লোগের যে কোন বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস্ এর মাধ্যমে জানাবেন। সমস্যার সমাধানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবো ইন্স আল্লাহ। সাউন্ড বক্স ব্যবসা ও মাইক সার্ভিস ব্যবসা একে অপরের সাথে যুক্ত। কিছু প্রোগ্রাম আছে যেখানে শুধু সাউন্ড বক্স দিয়ে চালানো অসম্ভব, মাইক সার্ভিস অতিব জরুরী। যেমন- মাহফিল, ওরশ মাহফিল, মিটিং-সেমিনার ইত্যাদি। এ ক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ ভাবে সাউন্ড সিষ্টেম সার্ভিস করতে মাইক ও বক্স উভয়ের কম্বিনেশন দরকার। প্রথমিক ভাবে আপনাকে মাইকের একটি ভালো মেশিন সংগ্রহ করতে হবে যাতে কমপক্ষে ১০ টি ইউনিট চলতেপারে এবং একটি নরমাল হালকা মেশিন সংগ্রহ করতে হবে। ভালো মানের ২-৪ টি ইউনিট এবং ২-৩ টি ভালো মাইক্রোফোন ও একটি ১২ ভোল্ট এসিড ব্যটরীর ব্যবস্থা করতে হবে। ব্যাস আপনার মাইক ব্যবসা শুরু। মালামাল ক্রয়ের পূর্বে অবশ্যই অভিজ্ঞদের সাথে পরামর্শ করে কিনবেন। বাজারে নকল পন্যের কোন অভাব নেই বরং বলা যায় আসলের থেকে নকরের বাজারই রমর...
সাউন্ড সিষ্টেম ও মাইক সার্ভিস ব্যবসা
- Get link
- X
- Other Apps
আমাদের দেশে বিভিন্ন সময়ে নানান রকমের অনুষ্ঠান হয় যেমন ঈদ, কুরবানি, ঈদুল ফিতর, মাহফিল, স্কুলের নানান অনুষ্ঠান, পূজা, নির্বাচনী প্রচারনা সহ বিভিন্ন খরনের অনূষ্ঠান হয়। তাছাড়া বিবাহ, খাতনা, বন ভোজন, মেলা ইত্যাদি। সকল প্রকার অনুষ্ঠানেই সাউন্ড সিষ্টেম ব্যবহার করা হয়। সমস্যা কি যদি এ অনুষ্ঠানের দায়িত্বে আপনি থাকেন। তার উপরে যদি থাকে গান শোনার ব্যক্তিগত শখ তো কথাই নেই। একবার পুজি কাটালে আর দরকার নেই। ভাড়া দিবেন আর টাকা তোলবেন ব্যাস। প্রথমিক দিকে কম পুজি থাকলে এক পেয়ার বক্স ও একটি মাইকের মেশিন সাথে ৩-৪টি ইউনিট দিয়ে শুরু করতে পারেন বা শুধু এক পেয়ার বক্স দিয়েও শুরু করতে পারে। তারপর আস্তে ধিরে ব্যবসা প্রসস্ত করলেন। পরিচিতিও বাড়লো, ব্যবসাও চাঙ্গা হলো। যদি একটু বেশি পুজি খাটাতে পারে তবে এক সাথে মাইক ও বক্স কিনতে পারেন। সাউন্ড বক্স তৈরি:- বাজারে বিভিন্ন ধরনের চায়না বক্স প্রাওয়া যায় যা ১৫০০০/--৪০০০০/- দামে বিক্রি করে থাকে এগুলো মোটামুটি কাজ চলে তবে নেজে তৈরি করা সাউন্ড বক্সের মান সব সমই ভালো। ৪৫০০০/-- ৭০০০০/- টাকার মধ্যে বক্স তৈরী করতে পারেন। ইচ্ছে মতো সার্ভিস করতে পারবেন। ঝুকির পরিমাণ ...
উদ্দোক্তা হবার জন্য আপনি কোন কাজটি বাছাই করবেন?
- Get link
- X
- Other Apps
আপনাকে শুভেচ্ছা, পূণঃ আমাদের পোষ্ট পড়ার জন্য। গত পর্বে আমরা আপনাদের বলেছি আত্ম নির্ভরশীল কি, কোন কাজটি আপনার জন্য নির্বাচন কারা উচিৎ হবে। কোন কাজটি আপনি সুন্দর ভাবে সম্পন্ন করে স্বার্থক কর্মজিবি হতে পারবেন। এখানে আপনাকে বলেছি কিছু কাজের ধরণ যেটা আপনার মনের সাথে বা আপনার অভিজ্ঞতার সাথে মিলে যেতে পারি। নিশ্চই আপনি পূর্বের পোষ্টটি পরে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা করে ফেলেছেন। আপনার আথিক অবস্থা, যাতায়াত ব্যবস্থা, লোক বাল, চাহিদার ধরন ইত্যাদি। বিভিন্ন কাজ থেকে আপনাকে সঠিক কাজটি বাছাই করে নিন। আপনি ব্যবসা করতে পারেন বা কৃষি বা ফার্ম ব্যবস্থাপনা করে আত্ম নির্ভরশীল হতে পারেন। মনে একটি কথা সর্ব সময় গেথেঁ রাখবেন লোকর কথা, লোকে বিভিন্ন ভাবে উক্তি বা কোটুক্তি করবে তা ভেবে থেমে গেলে চরবেনা। কেউতো আপনার বেকার জীবনকে কর্ম জীবনে রূপ দিয়ে দিবেনা। কেউ আপনাকে আর্থিক ভাবে সাহায্য করছেনা কিন্তু আপনি একটা কাজ করলে পাড়ার লোকজন আপনাকে প্রথমে নিন্দা করবে এটাই স্বাভাবিক। কথায় চিড়া ভিজেনা এত দিনে হয়তো তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কথায় বলে টাকাই কি সবকিছু, আমি বলি হ্যা, টাকাই সব কিছু। আপনার কাছে কেউ ...