সাউন্ড সিষ্টেম ও মাইক সার্ভিস ব্যবসা
আমাদের দেশে বিভিন্ন সময়ে নানান রকমের অনুষ্ঠান হয় যেমন ঈদ, কুরবানি, ঈদুল ফিতর, মাহফিল, স্কুলের নানান অনুষ্ঠান, পূজা, নির্বাচনী প্রচারনা সহ বিভিন্ন খরনের অনূষ্ঠান হয়। তাছাড়া বিবাহ, খাতনা, বন ভোজন, মেলা ইত্যাদি। সকল প্রকার অনুষ্ঠানেই সাউন্ড সিষ্টেম ব্যবহার করা হয়। সমস্যা কি যদি এ অনুষ্ঠানের দায়িত্বে আপনি থাকেন। তার উপরে যদি থাকে গান শোনার ব্যক্তিগত শখ তো কথাই নেই। একবার পুজি কাটালে আর দরকার নেই। ভাড়া দিবেন আর টাকা তোলবেন ব্যাস। প্রথমিক দিকে কম পুজি থাকলে এক পেয়ার বক্স ও একটি মাইকের মেশিন সাথে ৩-৪টি ইউনিট দিয়ে শুরু করতে পারেন বা শুধু এক পেয়ার বক্স দিয়েও শুরু করতে পারে। তারপর আস্তে ধিরে ব্যবসা প্রসস্ত করলেন। পরিচিতিও বাড়লো, ব্যবসাও চাঙ্গা হলো। যদি একটু বেশি পুজি খাটাতে পারে তবে এক সাথে মাইক ও বক্স কিনতে পারেন। সাউন্ড বক্স তৈরি:- বাজারে বিভিন্ন ধরনের চায়না বক্স প্রাওয়া যায় যা ১৫০০০/--৪০০০০/- দামে বিক্রি করে থাকে এগুলো মোটামুটি কাজ চলে তবে নেজে তৈরি করা সাউন্ড বক্সের মান সব সমই ভালো। ৪৫০০০/-- ৭০০০০/- টাকার মধ্যে বক্স তৈরী করতে পারেন। ইচ্ছে মতো সার্ভিস করতে পারবেন। ঝুকির পরিমাণ ...