মাইক সার্ভিস ব্যবসা
পাঠক, আসসালামু আলাইকুম, ওয়ারহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। পূর্বের পোষ্ট এ সাউন্ড বক্স সম্পর্কে লিখে ছিলাম। আশা করি সামান্ন হলেও বুঝতে পেরেছেন। এ ব্লোগের যে কোন বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস্ এর মাধ্যমে জানাবেন। সমস্যার সমাধানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবো ইন্স আল্লাহ। সাউন্ড বক্স ব্যবসা ও মাইক সার্ভিস ব্যবসা একে অপরের সাথে যুক্ত। কিছু প্রোগ্রাম আছে যেখানে শুধু সাউন্ড বক্স দিয়ে চালানো অসম্ভব, মাইক সার্ভিস অতিব জরুরী। যেমন- মাহফিল, ওরশ মাহফিল, মিটিং-সেমিনার ইত্যাদি। এ ক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ ভাবে সাউন্ড সিষ্টেম সার্ভিস করতে মাইক ও বক্স উভয়ের কম্বিনেশন দরকার। প্রথমিক ভাবে আপনাকে মাইকের একটি ভালো মেশিন সংগ্রহ করতে হবে যাতে কমপক্ষে ১০ টি ইউনিট চলতেপারে এবং একটি নরমাল হালকা মেশিন সংগ্রহ করতে হবে। ভালো মানের ২-৪ টি ইউনিট এবং ২-৩ টি ভালো মাইক্রোফোন ও একটি ১২ ভোল্ট এসিড ব্যটরীর ব্যবস্থা করতে হবে। ব্যাস আপনার মাইক ব্যবসা শুরু। মালামাল ক্রয়ের পূর্বে অবশ্যই অভিজ্ঞদের সাথে পরামর্শ করে কিনবেন। বাজারে নকল পন্যের কোন অভাব নেই বরং বলা যায় আসলের থেকে নকরের বাজারই রমর...
Comments
Post a Comment