কবুতর পালন ব্যবসা
আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পূর্বের পোষ্টে আমরা মাইক সার্ভিস ও সাউন্ড সিষ্টেম ব্যবসা সম্পর্কে আলাপ করেছি। এখন আমরা ব্যতিক্রমী একটা ব্যবসা সম্পর্কে আলাপ করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের বিষয় কবুতর পারন। আমরা প্রায়ই শখেরবসে কবুতর পালন করে থাকি। যুগে যুগে রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই শখ করে কবুতর পালন করে আসেছেন। অনেকে পেশা হিসেবে নিয়েছেন কবুতরের চাষ বা কবুতরে খামার। অল্প পুজিতে যে কোন মানুষ এ খামার করতে পারেন। কবুতরের খামার করতে তেমন কোন যায়গা প্রয়োজন হয়না। বাড়িতে ঘরের সাথে ঘর তৈরী করে সেখানে কবুতর পোষা যায়। গ্রামে সাধারণত এবাবেই যুগে যুগে মানুষ কবুতরের চাষ করে আসছে। তবে আমি আপনাদেরকে এ ভাবে কামার করার পরামর্শ দেবোনা। যদি ব্যবসায়িক ভাবে কবুতর কামার করতে চান তবে একটি কাঠের ঘর তুলবেন চারদিকে স্টিল জাল দিয়ে বেড়া দিবেন একটি মাত্র দরজা রাখবেন। দরজায় তোলার ব্যবস্থা করবেন। আমাদের অনেকেরই জানা আছে সকলের ঘরে কবুতর থাকেনা উড়ে যায়। তাই ঘর বন্ধি করে চাষ করলে এ ভয়টা আর থাকবেনা। ঘরের ভেতরে কবুতর থাকার জন্য বাসা তৈরি করে দিন। যদিও কবুতর ডিম পাড়া বা ডিম তা দেয়া ছাড়া খুব একটা বাসায় থাকেনা। প্রতি জোড়া কবুতরের জন্য ২ টি বাসার ব্যবস্থা থকা ভালো। প্রথমে দেশি জাতের কবুতর দিয়ে শুরু করা ভালো কারন দেশি জাতের কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই ক্ষতির আশংকা কম থাকে। বিশ্বে শতাধকি জাতের কবুতর রয়েছে তবে বাংলাদেশে মোটা মুটি ২০-৩৫ জাতের কবুতর পাওয়্ য্য়। দেশি কবুতর চাষ করে তা থেকে শিক্ষা নিয়ে দামি জাতের কবুতর চাষ করতে হয়। এক জোড়া দেশি কবুতরের বর্তমান বাজার মূল্য ৩০০-৬০০ টাকা। ভালো জাতের এক জোড়া কবুতরের দাম ১০০০ টাকা থেকে শুরু করে ২৫০০০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়।
vaia valo maner kobutor kothay pabo
ReplyDeletehttp://shabarbazarbd.com/%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be/
ReplyDelete